লেখালেখি করে ইনকাম করার সেরা ৩টি ওয়েবসাইটঃ

লেখালেখি করে ইনকাম করার সেরা ৩টি ওয়েবসাইটঃ

আপনি কি জানেন, বর্তমান সময়ে ঘরে বসে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করা যায়। অনলাইনে বিভিন্নভাবে ইনকামের উপায় গুলোর মধ্যে অন্যতম একটি উপায় হলো লেখালেখি করে ইনকাম। আপনি চাইলে পার্ট টাইম অথবা ফুল টাইম লেখালেখি করে বাড়িতে বসেই খুব ভালো পরিমান টাকা ইনকাম করতে পারবেন। বাংলদেশের অনেক কনটেন্ট রাইটার (content writer) আছেন, যারা ভালো পরিমাণে অর্থ উপার্জন করছেন কনটেন্ট রাইটিং করে বা লেখালেখি করার মাধ্যমে।

আপনার কাছে যদি একটি এন্ড্রয়েড মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটার থাকে তাহলে আপনি খুব সহজেই ক্যারিয়ার গড়তে পারবেন একজন আর্টিকেল রাইটার হিসেবে। এন্ড্রয়েড মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটার এর মাধ্যমে অল্প কিছুদিনের মধ্যেই আপনি কনটেন্ট রাইটিং এর কাজ শিখতে পারবেন। এজন্য আপনাকে গুগল কিংবা ইউটিউব এ লেখালেখি করে ইনকাম করার বিষয়ে search করে ভালোভাবে শিখে নিতে হবে।

ঘরে বসে অল্পকিছু সময় ব্যয় করে, মোবাইল বা কম্পিউটার এর মাধ্যমে লেখালেখি করে আয় করার কয়েকটি জনপ্রিয় ও সেরা ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো আজকের আর্টিকেলে।

. টেকটিউন্স (Techtunes.io)

Techtunes.io: টেকটিউন্স হলো বাংলাদেশের একটি সেরা technology শেয়ারিং ওয়েবসাইট। এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণে লেখক / রাইটার আছেন, যারা নিয়মিত বিভিন্ন প্রয়োজনীয় আর্টিকেল লিখে টাকা ইনকাম করছেন। আপনিও চাইলে এই ওয়েবসাইটে রেজিস্টার করে নিয়মিত বিভিন্ন আর্টিকেল লিখতে পারেন এবং ভালো পরিমান টাকা ইনকাম করতে পারেন। যা পরবর্তীতে বিভিন্ন উপায়ে টাকা পকেটে নিতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে শুধু মোবাইল বা কম্পিউটার এর।

. ট্রিকবিডি (Trickbd.com)

Trickbd.com: এটিও বাংলাদেশী অত্যান্ত জনপ্রিয় একটি টেকনোলজি রিলেটেড Content sharing ফোরাম ওয়েবসাইট। এখানে আপনি নিজের পছন্দমতো বিভিন্ন বিষয়ে আর্টিকেল লিখে টাকা ইনকাম করতে পারেন। এখান থেকে আপনার উপার্জিত টাকা বিকাশের মাধ্যমে তুলতে পারবেন অতি সহজেই। Trickbd তে লেখালেখি করে ইনকাম করার সম্পূর্ণ নীতিমালা আপনি ওয়েবসাইটে প্রবেশ করে দেখে নিতে পারবেন।

. ব্লগিং (Blogging)

আপনি অবাক হবেন যে, ঘরে বসে অবসর সময়কে কাজে লাগিয়ে শুধু মাত্র ব্লগিং (blogging) করে আপনি প্রতি মাসে খুব ভালো পরিমান টাকা ইনকাম করতে পারবেন। ব্লগিং করে জীবিকা অর্জন করা সম্ভব সঠিক নিয়মে ব্লগিং করতে পারলে। এর ক্ষেত্রে অনেক বড় সুবিধা হলো, ব্লগিং এর যাবতীয় কাজ আপনি নিজেই ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন।

প্রথমে খুব কম পরিমাণে ভিজিটর্স আপনার ব্লগে আসবে। কিন্তু যখন প্রতিদিন 400 থেকে 500 ভিজিটর্স আপনার ব্লগে আসা শুরু করবে, তখন আপনি Google AdSense এর রেজিষ্টার করতে পারবেন। এরপর আপনার ব্লগের আর্টিকেল গুলোতে Google AdSense এর Ads লাগিয়ে টাকা আয় করতে পারবেন।

কিন্তু যদি আপনার ব্লগে প্রচুর পরিমাণে ভিজিটর্স থাকে, তাহলে Google AdSense ছাড়াও আরো বেশ কিছু উপায়ে ব্লগ থেকে টাকা আয় করতে পারবেন। যেমন:

  • Affiliate marketing করে আয়।
  • কোর্স sale করে ইনকাম।
  • কোনো বস্তুর Paid reviews লিখে ইনকাম।
  • E-book বিক্রি আয়।
  • অন্যান্য জনপ্রিয় এড নেটওয়ার্ক ব্যবহার করে ইনকাম।

আরও পড়ুনঃ

ফেসবুকে লেখালেখি করে ইনকামঃ

কিছু না জেনেও ঘরে বসে টাকা ইনকাম

প্রতিদিন ৫০০ টাকা ইনকাম apps 2024